প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চাচ্ছেন না : দুলু

2 months ago 93

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সারা দেশের মানুষ নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজে নির্বাচন চাচ্ছেন না। 

শনিবার (৩১ মে) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, তারেক রহমান ঘোষিত ডিসেম্বরে নির্বাচন ঘোষণা না দিলে অন্তর্বর্তী সরকার আর ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়েছে ডিসেম্বরে নির্বাচন না দিলে এই সরকারের একই অবস্থা হবে।

তিনি বলেন, কিছু ভুঁইফোড় রাজনৈতিক দলের কথা শুনে যদি নির্বাচন দিতে গড়িমসি করা হয়, তাহলে শেখ হাসিনার মতো অবস্থা আপনাদের হবে। আপনারা পোর্ট দেবেন, করিডোর দেবেন- এটা তো আপনাদের দায়িত্ব না। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণ যাদের রাষ্ট্র ক্ষমতা চালানোর ম্যানডেট দেবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রধানের সভাপতিত্বে সম্মেলনের জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Read Entire Article