ফিক্সিংকাণ্ডে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, কী বলছে শাকিব খানের দল

2 weeks ago 7

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে নতুন করে তোলপাড় ক্রিকেটপাড়া। স্বাধীন তদন্ত কমিটি এখনও চূড়ান্ত প্রতিবেদন জমা না দিলেও গণমাধ্যমে আসা খসড়া প্রতিবেদনের কিছু অংশে একাধিক ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার কথা উঠে এসেছে। আর সেই তালিকায় নাম এসেছে ঢালিউড তারকা শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসেরও।

এমন সংবেদনশীল মুহূর্তে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়—“অভিযোগটি এখনো প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমাদের ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব।”

বিবৃতিতে আরও বলা হয়, কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয়, তবে দল নিজেরাই কঠোর ব্যবস্থা নেবে। তবে প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করা ‘গভীরভাবে সম্মানহানিকর’ বলে দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ঢাকা ক্যাপিটালস। সেই অবস্থায় ফিক্সিংয়ের অভিযোগ দলটির ভাবমূর্তিকে আরও সংকটে ফেলেছে। তবুও ফ্র্যাঞ্চাইজিটির দাবি, তারা সবসময় স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী।

বিবৃতির শেষাংশে তারা লিখেছে— ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এতে জড়িত কিনা তা আমাদের জানার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস দেশের ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় পাশে আছি। ইনশাআল্লাহ, একদিন আমাদের সমর্থকদের আমরা বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’

Read Entire Article