ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে

3 months ago 43

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে একটি সেমিনারে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ তিন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে বৈধভাবে ক্ষমতা দখল করে। এসব নির্বাচনের মাধ্যমে দেশে দুর্নীতিনির্ভর ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে জনগণের মৌলিক অধিকার পদদলিত হয়।’

তিনি বলেন, ‘ট্যাক্স সেক্টরে আওয়ামী লীগের দুর্নীতি যদি অর্ধেকও রোধ করা যেত তাহলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট তিনগুণ করা সম্ভব হতো। অথচ দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারা জনগণের সম্পদ লুট করেছে।’

সেমিনারে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার সহযোগী অধ্যাপক ড. আজিজুল হক এবং বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফুর রহমান/আরএইচ/এএসএম

Read Entire Article