বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

5 months ago 97

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলি আগার অধিনায়কত্বে টাইগারদের বিপক্ষে এ সিরিজ খেলবে দলটি।

তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিগগিরই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।

চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটার নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৫ মে ফাইনালের মাধ্যমে শেষ হবে পিএসএলের ১০তম আসর। এরপরই শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি পাকিস্তানের নতুন হেড কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসাইন তালত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক) এবং সাইম আয়ুব।

এমএইচ/

Read Entire Article