বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় থানা ঘেরাওয়ের অভিযোগ

2 months ago 7

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা ঘেরাও করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ জুন) রাত ১টার দিকে থানা ঘেরাও করার কথা নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার আরিফুল ইসলাম।  

থানা ঘেরাওয়ের পর বিএনপির নেতাকর্মীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ওসিকে আওয়ামী লীগ দোসর বলে আখ্যা দেন।

থানা ঘেরাও করার কারণ সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যান ডিউটি অফিসার আরিফুল ইসলাম। তবে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা যায়, স্থানীয় এক নারী ও তারা স্বামীকে মারধর করে চাঁদা দাবির অভিযোগ ওঠে শাহ আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির ওরফে বাবুর্চি  জাকির ও তার লোকজনের বিরুদ্ধে। এ অভিযোগে ভুক্তভোগীরা জাকিরের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজি মামলা করে শাহ আলী থানায়। 

Read Entire Article