রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (১৮ মে) রাতে এই ঘটনায় গুরুতর আহত ওই যুবক বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী ওই যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি নিউমার্কেট থানাধীন ১০ নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে।
পুলিশ জানিয়েছে, আহত ওই যুবক বিএনপিকর্মী। এই ঘটনায় আহত মুন্নার ছোট বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। এছাড়া আরও ১০/১৫ জন রয়েছেন অজ্ঞাতনামা। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনী।
আরও পড়ুন
ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসেন দুজন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন মুন্নাকে।
ভিডিওতে আরও দেখা যায়, এ সময় ভুক্তভোগী যুবকের আর্তচিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এ সময় অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছিলেন। প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেখা যায়।
এরপর রাত ১১টা ৩২ মিনিটে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের চলে যেতে দেখা যায়।
মঙ্গলবার (২০ মে) এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আহতের বোন মামলা রুজু করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
টিটি/এএমএ/এমএস