মাগুরায় পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

2 months ago 64

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে কুলসুম (৪) ও তাসিম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) দুপুরের দিকে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রামদেবপুর গ্রামের নুর আলীর মেয়ে কুলসুম (৪) ও কাদের মন্ডলের ছেলে তাসিম (৩)।

স্থানীয়রা জানান, খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু দুটি। পানিতে পড়ে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা প্রথমে তাসিমকে ও পরে ডুবন্ত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন।

পরে তাসিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাসিমকেও মৃত ঘোষণা করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: ইউএনবি

এফএ/জেআইএম

Read Entire Article