মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মো. সিফাত উল আলম বলেছেন, প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের শাস্তি ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ‘ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সিফাত উল আলম বলেন, ফ্যাসিবাদী আমলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পুলিশ ব্যবস্থাকে সংস্কার করতে হবে, যেন তারা দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ না হয়।
সেমিনারে বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে দেশ ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং নির্যাতন বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
সেমিনারে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান। এতে আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব, মো. আব্দুল গফুর ও মো. আনিসুর রহমান।
নির্যাতিত পরিবার থেকে বক্তব্য দেন শহীদ আবু হানিফ ছোটনের বাবা মো. শহর আলী, সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আমিনুর রহমান ও সাবেক স্পোর্টস সম্পাদক মো. আল আমিন।