মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ

2 months ago 5

মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত মাস বয়সী শিশুও রয়েছে।

সংবাদমাধ্যম মালয়-মেইল জানায়, শনিবার (২৮ জুন) জালান ডেসারু-কোটা টিংগির ফেলদা পাসাকের কাছে পাঁচটি গাড়ির সংঘর্ষ ঘটে। জোহর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম) অপারেশনস সেন্টারের তথ্য, বিকেল ৪টা ১৭ মিনিটে একটি জরুরি কল আসে। সঙ্গে সঙ্গে তারা রেসকিউ গাড়ি পাঠায়। ছয়জন দমকলকর্মী বহনকারী গাড়িটি  কল পাওয়ার ১১ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনায় পাঁচটি গাড়ি জড়িত ছিল। এর মধ্যে রয়েছে, টয়োটা করোলা, পেরোডুয়া অ্যাক্সিয়া, প্রোটন সাগা, পেরোডুয়া বেজ্জা ও একটি হিনো লরি।

ফায়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৯ ও ৭৪ বছর বয়সী দুই পুরুষ ছিলেন। তারা টয়োটা করোলার যাত্রী। তাদের গাড়িতে আটকা পড়ে থাকতে দেখা যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।

আহতদের বয়স সাত মাস থেকে ৫২ বছর। অগ্নিনির্বাপক দলের আগমনের আগেই আহতরা তাদের গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

Read Entire Article