মোস্তাফিজদের আজকের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ

5 months ago 11

বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছেন দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল। আইপিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে তিনি বলেছেন, যেন দিল্লির মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি মুম্বাই থেকে অন্য কোনো শহরে সরিয়ে নেওয়া হয়।

আজ বুধবার রাতে অঘোষিত নকআউটে মুম্বাইয়ের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দিল্লি। এ ম্যাচে মুম্বাই জিতলে তারা প্লে-অফে চলে যাবে। তবে দিল্লি জিতলে কোনো দলেরই শেষ চারে জায়গা নিশ্চিত হবে না। সেক্ষেত্রে প্লে-অফে খালি থাকা এক স্পটের লড়াই গড়াবে শেষ লিগ ম্যাচ পর্যন্ত। নিজেদের শেষ লিগ ম্যাচে উভয় দলই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সূত্র মতে, গতকাল মঙ্গলবার আইপিএলের কাছে একটি ইমেইল করেছেন জিন্দাল। সেখানে তিনি উল্লেখ করেছেন, অঘোষিত কোয়ার্টার ফাইনাল সম্ভবত (বৃষ্টিতে) ভেস্তে যাবে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর মুম্বাইয়ে চার দিনের ইয়েলো অ্যালার্ট (বজ্রসহ বৃষ্টিপাত) জারির পরই ইমেইল করেন জিন্দাল।

একইদিনে আইপিএল সিদ্ধান্ত নেয়, ২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএস) ম্যাচটি বেঙ্গালুরু থেকে লখনৌতে স্থানান্তর করা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে। সেই উদাহরণ টেনেই নিজেদের ম্যাচও সরিয়ে নেওয়াকে যৌক্তিক মনে করেছেন জিন্দাল।

যদি আজকের ম্যাচটি ভেস্তে যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৫ পয়েন্টে এবং দিল্লির ১৪।

মেইলে তিনি লেখেন, ‘মুম্বাইয়ে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খেলার ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যেভাবে বেঙ্গালুরুতে আরসিবি বনাম এসআরএস এর মধ্যকার ম্যাচটি স্থানান্তরিত হয়েছে সেই ধারাবাহিকতায় আমার অনুরোধ, আগামীকালের (বুধবার) ম্যাচটিও অন্য স্থানে স্থানান্তর করা হোক। কারণ গত ছয় দিন ধরে আমরা জানি ২১ তারিখে মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

এমএইচ/

Read Entire Article