ট্রেনের দুই যাত্রীর মধ্য বিরোধ থামাতে গিয়ে মারধরে শিকার হয়েছেন গাইবান্ধা রেল স্টেশন মাস্টার।
শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধায় পৌঁছালে বগিতে উঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে অন্য এক পুরুষের বাগবিতণ্ডা হয়। দুজনের বাগবিতণ্ডা থামাতে গিয়ে একপক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হন দায়িত্বরত স্টেশন মাস্টার।
স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি এক নারী যাত্রী আগে উঠা নিয়ে পুরুষ যাত্রীর সঙ্গে তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানের চেষ্টা করি। এ সময় হঠাৎ করে এক যাত্রী ও তার স্বজনার আমাকে মারধর শুরু করে। এসময় জিআরপি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি। কি করব মার তো খেয়েছি? কাকে অভিযোগ দিব? অভিযোগ দিলে কি আর মার ফেরত পাব।
গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্টেশন মাস্টারসহ আমি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামে যাত্রীরা মারধর করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতেই ট্রেনটি ছেড়ে দেয়। তাই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
আনোয়ার আল শামীম/এএইচ/জেআইএম