রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আহত আশরাফুল ইসলাম (২১) নামের আরেক শিক্ষার্থী।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুজনই ডক্টর মালেকা কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহত আলভী বিজিবি ৫ নম্বর গেট হাজারীবাগ এলাকার মশিউর খান পাপ্পুর সন্তান। আহত আশরাফুল একই এলাকার মোহাম্মদ মাসুদের সন্তান।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা মাহি জানান, রাত ৮টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডে আলভী ও আশরাফুল আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালান। পরে তাদের উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতাল নিয়ে যাওয়া যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া ওই দুজনকে। এদের মধ্যে আলভীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আশরাফুলের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর