কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই ডাকাত দলের গোলাগুলি হয়েছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন একই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া।
গুলিবিদ্ধ ডাকাত টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের জকির আহমদের ছেলে মৌলভী জাবের (৩০)।
রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া বলেন, মঙ্গলবার রাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে নুর কামাল ও মৌলভী জাবেরের দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এ ঘটনায় মৌলভী জাবের গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় তার দলের সদস্যরা উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলির ঘটনায় ডাকাত মৌলভী জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

5 months ago
274









English (US) ·