লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ডুবে আল-আমিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের উত্তর চর লরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিন উত্তর চরলরেন্স গ্রামে বিলাত আলী বাড়ির মো. আলাউদ্দিনের ছেলে।
তার দাদা তোতা মিয়া জানান, সবার অজান্তে খেলতে গিয়ে আল-আমিন পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফয়েজ আহমেদ চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাসপাতাল নেওয়ার আগে শিশুটির মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ঘটনাটি জানা নেই। খোঁজ নেওয়া হবে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম