সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

3 months ago 67

রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডের ভূতের গলিতে বিএনপি কর্মী মুন্নার ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শাকিল হোসেন (২৫) ও শাহাদাত হোসেন সুজন। তবে তারা এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

বুধবার (২১ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতার শাকিল হামলায় সরাসরি জড়িত এমসি শুভর শ্যালক ও সহযোগী, সুজন মামলার ৩ নম্বর আসামি এমসি রানার সহযোগী।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তারিক লতিফ বলেন, নিউ মার্কেট এলাকায় পানির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে সেন্ট্রাল রোডে কালা মামুনকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার জেরেই বিএনপি কর্মী মুন্নার ওপর হামলার ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার (২০ মে) ভুক্তভোগী রানার বোন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কেআর/ইএ/জেআইএম

Read Entire Article