হাজারীবাগে ভয়াবহ আগুন
রাজধানীর হাজারীবাগ এলাকার হক ট্যানারির পাশে একটি খেলনার গুদামে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তীব্র বাতাসের কারনে আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা করছে এলাকাবাসী।তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শনিবার (২১ জুন) গত রাত পৌনে দুইটার দিকে হাজারীবাগ মোড়ে হক ট্যানারির পাশের গলিতে একটি খেলনার টিনশেড গোডাউন থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন বলেন, রাত ১টা ৪০ মিনিটে হাজারীবাগে একটি ট্যানারির পাশে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিক আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় মসজিদের মাইকেও সতর্কতা ও সহায়তা সংক্রান্ত ঘোষণা দেওয়া হচ্ছে।