হাতিরঝিলের পানি পরিশোধনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজউক চেয়ারম্যানের
হাতিরঝিলের পানি পরিশোধনের লক্ষ্যে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
শনিবার (১৪ জুন) হাতিরঝিল পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।
রাজউকের আওতাধীন হাতিরঝিল এলাকায় পানি পরিশোধন, সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের পরামর্শক্রমে বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। যার মধ্যে রয়েছে হাতিরঝিল লেকের মধ্যে দ্বীপের সংযোগ রাস্তা অপসারণ করে জীববৈচিত্র্য সংরক্ষণের উপযোগী করে দ্বীপ গড়ে তোলা এবং পানি প্রবাহের গতিপথ প্রসারিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া ওই দ্বীপে আরও গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় হাতিরঝিল এলাকার রাস্তা, ফুটপাত, ওয়াকওয়ে, সবুজায়ন, লাইটিং ও বিভিন্ন বৈদ্যুতিক ও যান্ত্রিক স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিরূপণ করার লক্ষ্যে প্রকল্পের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পর্যটকদের কাছে হাতিরঝিল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তুলে ধরতে হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নিচতলায় হাতিরঝিল কর্নার ও লাইব্রেরি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) মো. হারুন-অর-রশীদ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন, স্থপতি ইকবাল হাবিবসহ রাজউকের কর্মকর্তারা।