হান্নান মাসউদকে জড়িয়ে কালবেলার সম্পাদিত ফটোকার্ড প্রচার

2 months ago 57
সম্প্রতি ‘মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী’ শীর্ষক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ছবিসহ মূলধারার গণমাধ্যম কালবেলার একটি ফটোকার্ড সম্পাদন করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। মূলত কালবেলা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি এবং এর প্রেক্ষিতে কোনো ফটোকার্ডও প্রকাশ করেনি। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিউমর স্ক্যানার জানায়, ‘মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী’ শীর্ষক তথ্যটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালবেলার ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৯ মে, ২০২৫ উল্লেখ করা হয়েছে। কালবেলার লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি-সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া কালবেলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
Read Entire Article