১০ দিনের রিমান্ডে আ.লীগের ৬ নেতাকর্মী

1 month ago 7
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।    রিমান্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলাম, আবদুল মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, এ ছাড়া রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আবদুল মতিন সরকার, মাশরাফি হিরো এবং তানজিলের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
Read Entire Article