৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ

5 months ago 69

শিক্ষা ও স্বাস্থ্যে জনবল নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ এ বিসিএসের জন্য বিধিমালা তৈরি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরই মধ্যে ৪৮তম বিসিএসের সিলেবাস প্রকাশ করেছে পিএসসি।

বুধবার (২১ মে) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী- বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া মানসিক দক্ষতায় থাকবে ১০ নম্বর।

স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬ মাসে বিশেষ বিসিএস শেষ করার পরিকল্পনা
বিশেষ বিসিএসগুলো দ্রুততম সময়ে শেষ করা হয়। শিক্ষা ও স্বাস্থ্যের জন্য এ বিশেষ বিসিএস চলতি বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। জুনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারলে ছয় মাস সময় পাবে পিএসসি। এ সময়ের মধ্যে বিশেষ বিসিএসের সব প্রক্রিয়া শেষ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, এর আগে এক বছরের কম সময়ে বিশেষ বিসিএস শেষ করার নজির রয়েছে। আমরা ছয় মাসে সেটি করতে চাই। এটা সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের বিধি চূড়ান্ত করে দিলে কমিশন সভায় বিশেষ বিসিএস শেষ করার রোডম্যাপ তৈরি করা হবে। প্রাথমিক পরিকল্পনা রয়েছে যে, চলতি বছরের মধ্যেই শেষ করা হবে। অর্থাৎ ছয় থেকে সাত মাস সময় প্রয়োজন হবে।

৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন

এএএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article