৬ বছরের শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

3 months ago 11

 

পাঁচ বছর আগে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে সজীব বেপারী নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি সজীব বেপারীকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত ভিকটিম ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই সন্তানকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন ভুক্তভোগীর বাবা। ২০২০ সালের ৫ মে ভিকটিমের বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মা অন্যের বাসায় কাজে যান।

দুপুর ১২টার দিকে সজীব ভিকটিমকে এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার নিজের বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করলে তাদের দুইজনকে বাসা থেকে বের করে দেয় সজীব। ভিকটিম বিষয়টি তার মাকে জানায়।

পরে তার মা বাবাকে জানান। ওই বছরের ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান। ওইদিন তার বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরে মামলাটি তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার উপ-পরিদর্শক সঞ্জয় মালো।

এমআইএন/এমআরএম/জেআইএম

Read Entire Article