৯৩৮ জনকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

5 months ago 12

ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। স্থানীয় ৯৩৮ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ওষুধ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ২০ মে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ক্ষেতলাল মডেল পাইলট স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ৯৩৮ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ওষুধ বিতরণ করা হয়।

jagonews24

আইএসপিআর আরও জানায়, এই ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, প্রসূতিরোগ এবং চক্ষু বিশেষজ্ঞ এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

jagonews24

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/জেএইচ/জেআইএম

Read Entire Article