৯৯৯-এ ফোন, অতিবৃষ্টিতে রূপসী ঝর্ণায় আটকেপড়া ৮ পর্যটক উদ্ধার

1 month ago 7

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পেয়ে চট্টগ্রামের মিরসরাই থানার রূপসী ঝর্ণা ঘুরতে গিয়ে অতিবৃষ্টিতে আটকেপড়া আট পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বুধবার (৯ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

আনোয়ার সাত্তার বলেন, আজ সকাল সাড়ে ১০টায় নুরনবী নামে একজন কলার জানান, ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির ৮ জন ছাত্র ঢাকা থেকে চট্টগ্রামের রূপসী ঝর্ণায় ঘুরতে গিয়েছিলেন। সীতাকুণ্ডের বড় দারোগাহাট থেকে হাঁটাপথে ট্র্যাকিং করে মিরসরাই থানার রূপসী ঝর্ণা ঘুরতে যান সকালে। ঝর্ণা ঘুরে-বেড়িয়ে ফেরার পথে দেখেন অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথগুলো পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোতে পরিণত হয়েছে। তাদের মধ্যে চারজন সাঁতার জানেন আর চারজন জানেন না। এখন তীব্র স্রোত পাড়ি দিয়ে তাদের পক্ষে ফেরা সম্ভব নয়, এমনকি যারা সাঁতার জানেন তাদের পক্ষেও নয়। তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

৯৯৯-এ ফোন, অতিবৃষ্টিতে রূপসী ঝর্ণায় আটকেপড়া ৮ পর্যটক উদ্ধার

তিনি বলেন, প্রথম কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার এএসআই কাজল ভুঁইয়া এবং দ্বিতীয় কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-মামুন। এএসআই কাজল তাৎক্ষণিকভাবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায় এবং কনস্টেবল মামুন মিরসরাই থানায় বিষয়টি উদ্ধার তৎপরতায় যুক্ত হওয়ার জন্য জানায়। পরবর্তীতে কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিস্পাচার এএসআই হারুনুর রশীদ এবং ৯৯৯ ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুল্যান্সসহ দ্রুত রওনা দেয়। পরে মিরসরাই থানার একটি দল উদ্ধার তৎপরতায় যুক্ত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী উভয় দলকেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটাপথে ঘটনাস্থলে যেতে হয়েছে। উদ্ধার-প্রচেষ্টায় তীব্র স্রোতের মধ্যে দড়ি টাঙিয়ে ৮ জন পর্যটককে নিরাপদে পার করে নিয়ে আসা হয় এবং নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

কেআর/এমএএইচ/জেআইএম

Read Entire Article