পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যা

6 days ago 8

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী (২৪) নামের এক টেইলার্স ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মেহেদী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কান্দাপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি ভুলতা গাউছিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, নিহত মেহেদী ভুলতা গাউছিয়া মার্কেটের দুই তলায় নন্দিনী টেইলার্স পরিচালনা করে আসছিলেন। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। কিন্তু পরিবারের কেউ থানা পুলিশকে অবহিত করেননি। 

তিনি বলেন, মঙ্গলবার ভোরে নিহতের পায়ের রগ কাটা অবস্থায় গোলাকান্দাইল উত্তরপাড়া মাজার সড়কের পাশে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে নিহতের মা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত বা থানা পুলিশকে অবহিত না করেই নিহতের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি আমাদের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

Read Entire Article